• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

মহীতোষ গায়েনের ‘কবিতার বাড়ি’ সিরিজের কবিতা


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ৬:৩০ PM / ২২৮
মহীতোষ গায়েনের ‘কবিতার বাড়ি’ সিরিজের কবিতা

কবিতার বাড়ি – ১ 

_______________________________________________

শাখা প্রশাখায় যদি পাতা ঝরে যায় ,বাঁচবে কীভাবে?
ঈশ্বর শক্তি দিয়েছেন,তাকে কাজে লাগিয়ে,
এসো সেই শক্তি দিয়ে ডালে ডালে পাতা ভরিয়ে দিই,নবজাতকের কাছে রেখে যাই সে স্মারক ।

এক বিপন্ন অস্থিরতা থেকে মানুষকে মুক্ত করে বানাই কবিতার বাড়ি, যেখানে থাকবে শান্তি, মৈত্রী,
সূর্যের আলো এসে অন্ধকার মুছে দিয়ে সব গ্লানি মুক্ত করবে ,চাঁদের আলো এসে পড়বে বিছানায়।

কবিতার বাড়ি বানিয়েছি,পাখিরা আসে,গান করে
সেই গানে হিংসা মুক্ত মদিরা,সুরে সুরে ভাসে চরাচরে,
কবিতার বাড়িতে বাঁচার রসদ আছে,বিপন্ন মানুষের
জন্য বিভেদ ভুলে এসো রুটি ও শান্তির শপথ নিই।

কবিতার বাড়ি – ২ 

_________________________________________

এখন থেকে নতুন আস্তানায় চলে এসেছি
এখানে সবুজে ঘেরা, বাহারি পাখিরা সকালে
বিকেলে এসে দেখা করে করে,মনের কথা বলে
গভীর রাতে জোৎসনাআলোয় ভাসে কীর্তনের সুর।

নতুন বাড়িটার নাম রেখেছি কবিতার বাড়ি,
সন্ধ্যার বাতাসে ছডায় বকুল ফুলের গন্ধ…
নীল পাখি,লাল পাখি,সবুজ পাখি,হলুদ পাখিরা
বসে বকুল গাছে,ছাতিম গাছে,নারকেল গাছে।

মিটিং হয়,তাদের মধ্যে কেউ নেতা,কেউ কর্মী
যে যার নিজের কথা বলে,মতামত দেয়,ভবিষ্যৎ ছকে,
আমাদের তাতে অসুবিধা হয় না,বিব্রত হই না,কারণ
তারা মুক্তির কথা ,প্রেমের কথা,সুখ,শান্তির কথা বলে।

কবিতার বাড়িতে জীবন আছে,তাকে তাকে সজ্জিত
সব সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত,ইতিহাস,ভূগোল,দর্শন,
সবই এক একটি কবিতার বই;সমাজ,সভ্যতা,জীবনের,
এসো,কবিতার বাড়িতে,নন্দনতত্বের আলোচনায় বসা।