• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

মরিচাকান্দি বালুরচরে বন্ধুদের মিলন মেলা


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০১৮, ১০:২৭ PM / ৫০
মরিচাকান্দি বালুরচরে বন্ধুদের মিলন মেলা

লক্ষন বর্মন, নরসিংদী : সুদীর্ঘ ১৬ বছর পর ‘প্রাণের টানে নব উদ্যোমে’ এই শ্লোগান নিয়ে নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০২ (এসএসসি) ব্যাচের নৌকা ভ্রমন ও বনভোজ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নরসিংদী পুরাতন থানার ঘাট হতে মরিচাকান্দি বালুরচরে যান ২০০২ ব্যাচের বন্ধুরা।

সকাল নয়টায় নৌকাতেই সবাই সেরে নেন নাস্তা। গন্তব্য স্থানে পৌঁছার পর বালুরচরে সব বন্ধু মিলে মেতে ওঠেন ফুটবল খেলায়। কেউবা মেঘনায় সেরে নেন গোসল। দুপুরে নৌকাতেই তারা খাওয়া-দাওয়া সারেন।

ভোজন শেষে বালুরচরে প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে বের হন সবাই। প্রাকৃতিক দৃশ্য উপভোগ শেষে বিকেলে নরসিংদীর উদ্দেশে নৌকা যাত্রা শুরু হয়।
এসময় ঘুরতে আসা বন্ধু শরিফ উদ্দিন বলেন, সুদীর্ঘ ১৬ বছর পর আমরা ‘ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় ব্যাচ- ২০০২ ‘ নৌকা ভ্রমনের মাধ্যমে কিছু বন্ধু বৎসল পাগলা একত্রিত হলাম। ঐতিহাসিক এ সম্মিলনে বার বার মনে উদয় হলো আমরা ক্লাসে আছি। মন চায় আবার সেই দশম শ্রেণীতে ফিরে যেতে। শিক্ষকদের শাসন, পড়া না পারলে বেতের বাড়ি, নেইল ডাউন, দুষ্টুমি, স্কুল পালানো, টিফিনের পর পালানো ও সহপাটির সাথে খুনশুটি ইত্যাদি খুব মিছ করি। সবচেয়ে বেশি মিছ করি ২ টাকার পুরি। বাসা থেকে তখন দুই টাকা বা চার টাকা টিফিন দিতো, টিফিনের সময় আমরা বন্ধুরা মিলে ঐ দুই টাকার পুরি খেয়ে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস করেছি।

ঘুরতে আসা শাকিল আহম্মেদ বলেন, এইটি নৌকা ভ্রমন নয় এটি আমাদের ১৬ বছর পর বন্ধুদের সাথে একত্রিত হওয়ায় এক মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। এই বন্ধুত যেন জীবনের শেষ দিন পযর্ন্ত বজায় থাকবে আমার বিশ্বাস।

আরেক বন্ধু সুব্রত দাস অপু বলেন, ১৬ বছর পর বন্ধুদের সাথে মিলিত হতে পেরে নিজেকে অনেক লাকিম্যান মনে হচ্ছে।

রাত আটটায় নরসিংদীর বিবিনশা ঘাটে ফিরে এসে নিজ নিজ গন্তব্যে চলে যান বন্ধুরা।

এসময় উপস্থিত ছিলেন, পাভেল ভূইয়া, শাকিল আহমেদ, শরীফ মিয়া, লক্ষন বর্মন, পারভেজ মিয়া, মেহেদী হাসান, সোহেল মজুমদার, রাশেদ চৌধুরি, মুমিনুল ইসলাম, সাদেকুর রহমান, আল-আমিন মিয়া, মনির হোসেন, সুমন ফরাজি, সুমন বাপ্পী, সুব্রত দাস অপু, রুমন, মুক্তার হোসেন, রনি সাহা, মোস্তাফিজুর রহমান, মামুনুর রশিদ, সুমন মিয়া, আহম্মদ আলী, ছালাম সরকার, দীপু আহমেদ, ইয়ামিন মিয়া, নাহিদ মিয়া, মাইনুদ্দিন সওদাগর, সোহেল ভূইয়া, আল-আমিন শিকদার, হুমায়ন কবির, শরীফ মোল্লা, মুক্তার মিয়া ও আলআমিন হোসাইন নূর।

এদিকে আগামী রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন ও গরীব-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগও নেন তারা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২৫পিএম/১৫/৪/২০১৮ইং)