• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

মন পাঁচালী


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২০, ১০:৫৮ AM / ৩২
মন পাঁচালী

আবু নাসির

___________________________________

আঁখি পাতে অশ্রু বিন্দু
বুকে জমা ব্যথার সিন্ধু।
কেহ নাই কারো তরে
কেউ মারে কেউ কাড়ে।
মানবতা খাচ্ছে পথে মার
মুখে কথা মানবতার।
আবেগী সব মোনাফেক
খারাপ ধরে ভালোর ভেক।
অনাচার আর অত্যাচারে
নিরহ সব মানুষ মরে।
লুটেরার দল মাথা উঁচু
সাধু দরবেশের মাথা নীচু।
অন্যায়ের পিছে ঘোরে সবাই
মানুষ সব আছে স্বার্থের ধান্ধায়।
মানুষ যদি না হয় মানুষ
দুনিয়া হবে বদের ফানুস।
বুঝবে সব বিদায়ের সময়
কোন ফাঁকি আর চলবে নয়।