• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

মন্দিরের ভেতরে ঈদের নামাজ পড়লেন কেরালার মুসলিমরা!


প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০১৮, ৮:১৭ PM / ৪৩
মন্দিরের ভেতরে ঈদের নামাজ পড়লেন কেরালার মুসলিমরা!

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যে এবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের অধিকাংশ মসজিদ। ফলে ঈদের নামাজ আদায় করতে পারেননি রাজ্যের অধিকাংশ মুসলিম। তবে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন মালা জেলার সনাতন ধর্মাবলম্বীরা। মুসলিমদের নামাজ পড়ার জন্য ওই অঞ্চলের পুরাপ্পুল্লিকাভু রত্নেশ্বরী মন্দির খুলে দিয়েছেন তারা।

স্থানীয়দের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, ঈদের দিন সকালে ওই অঞ্চলের বন্যাকবলিত অধিকাংশ মসজিদই জলাবদ্ধ ছিল। কিন্তু মন্দির কর্তৃপক্ষের উদারতার কারণে প্রায় ২০০ মুসলিম ঈদের নামাজ পড়ার সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে স্থানীয় মসজিদ মহল্লা কমিটির প্রেসিডেন্ট পি এ খালিদ জানান, তারা আশা করেছিলেন পানি নেমে যাবে এবং তারা মসজিদেই ঈদের নামাজ আদায় করতে পারবেন। এক পর্যায়ে তারা বুঝতে পারেন কোনোভাবেই পানি নামবে না। এরপর তারা মন্দির কমিটির সঙ্গে কথা বলেন। সঙ্গে সঙ্গে মন্দিরে নামাজ আদায়ের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:১৫পিএম/২৩/৮/২০১৮ইং)