• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

মঙ্গলবার দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের আনুষ্ঠানিক যাত্রা শুরু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০১৭, ৭:৫৯ PM / ৪৪
মঙ্গলবার দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বাংলাদেশ বর্তমানে একটি সাবমেরিন ক্যাবল থেকে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ পায়। আর দ্বিতীয় ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়ার পর আরও ১৫০০ জিবিপিএস বাড়তি পাওয়া যাবে।

কক্সবাজারে প্রথম স্থাপিত সাবমেরিন স্টেশনের চেয়ে আটগুণ ক্ষমতাসম্পন্ন হবে পটুয়াখালীর দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি। এটি এক কনসোর্টিয়াম যাতে সংযুক্ত রয়েছে ১৭টি দেশের ১৫টি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর।

বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তির মহাসড়ক কনসোর্টিয়ামের আওতায় একটি মাত্র সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত। এ ক্যাবলটি কোনো কারণে বিচ্ছিন্ন হলে তার বিকল্প হিসেবে কাজ করবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল। পাশাপাশি এব মাধ্যমে বিশাল ক্যাপাসিটির ডাটা সংযোগ তৈরী হবে, যা বাংলাদেশ এখনও তেমন ব্যবহার করতে পারছে না।

৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটিতে সরকার ১৬৬ কোটি ও বিএসসিসিএল ১৪২ কোটি টাকা ব্যয় করেছে। প্রকল্পের বাকি টাকার ঋণসহায়তা দিয়েছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৫৫পিএম/২০/২/২০১৭ইং)