• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

ভালোবাসাহীন রাত্রি গুলো


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০১৯, ১:১৩ AM / ৩৪
ভালোবাসাহীন রাত্রি গুলো

গোলাম কবির

______________________________________

ভালোবাসা হীন রাত্রি গুলো
পৃথিবীর দীর্ঘতম নদীর চেয়েও
দীর্ঘ মনে হয়, অর্থহীন বেঁচে থাকা
আরো প্রকট হয়ে ধরা পড়ে
অনুভবের নির্জন রাজপ্রাসাদে!
এ শহরের সব কটা পানশালায়
ধেই ধেই করে নাচতে থাকে
কতো গুলো প্রেতাত্মা!
ওদের কণ্ঠ হতে গান নয়,
গল গল করে রক্ত ঝরে
অবিরল ধারার মতো।
ভালোবাসা হীন রাত্রি গুলোয়
হঠাৎ করে শব্দ করে ওঠা
টিকটিকির শব্দকে মনে হয়
যেনো কোনো আর্তনাদ,
রেলের হুইসেল এর শব্দ শুনলেই
মনে হয় কারাগারের পাগলা ঘন্টি যেনো!
আর জীবন? সে তো খসে পড়া সাপের খোলস!