• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

ভালোবাসার গল্প নিয়ে সেরেনা


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০১৭, ১:০৭ PM / ৫৫
ভালোবাসার গল্প নিয়ে সেরেনা

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : মেলবোর্নে সোমবার ম্যাচটা সহজেই জিতেলেন সেরেনা ইউলিয়ামস। আমেরিকান সুপারস্টার আরো একটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার দিকে এগিয়ে যাচ্ছেন। সোমবার ১৬ নম্বর খেলোয়াড় বারবোরা স্ট্রিকোভাকে ৭-৫, ৬-৪ এ হারিয়ে বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন। তারপরই সংবাদ সম্মেলনে হলো মজাটা। গত বছরের শেষ দিকে ৩৫ বছরের সেরেনার প্রেমের গল্প বাজারে আসে। তাও সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের সহ-প্রতিষ্ঠাতা ৩৩ বছরের অ্যালেক্সিস ওহানিয়ার সাথে বাগদানের মাধ্যমে। কিন্তু এখনো ঠিক স্পষ্ট না সেরেনার প্রেমের গল্পটা।

প্রশ্নোত্তরে যে গল্পের আরো কিছুটা জানা গেল এদিন সেটা প্রশ্ন আর উত্তর আকারেই পরিবর্তনের পাঠকদের জন্য তুলে দেওয়া হলো।

প্রশ্ন : আমরা যখন আপনার বাগদানের গল্প শুনলাম তখন তার সাথে রোমে আপনার আলাপ নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু এটা পরিস্কার না যে রোমে এক বছর না ছয় মাস নাকি কবে আসলে আপনার পরিচয় হলো।

সেরেনা : (হাসি) ওটা কয়েক বছর আগে আসলে। না। বছর দুয়েক আগেই। তাই ছয়মাস আগে হওয়ার সুযোগ নেই।

প্রশ্ন : তাহলে এটা সাম্প্রতিক নয়?

সেরেনা : না। সাম্প্রতিক না।

প্রশ্ন : তাহলে রোমে আপনার যাওয়াটা কোনো টুর্নামেন্ট খেলতে না, তাই না?

সেরেনা : ওহ, আসলে ঘটনাক্রমে। আমি রোম ভালোবাসি। আপনারা জানেন ইতালির প্রতি আমার ভালোবাসা আছে। ওটা আমার ফেভারিট জায়গা।

প্রশ্ন : আপনাদের প্রথম দেখা হলো ঘটনাক্রমে, কোনো পার্টিতে?

সেরেনা : আক্ষরিক অর্থেই আচমকা। আমি ওখানে বসে ছিলাম। আমার কাছেই বসে ছিল ও।

প্রশ্ন : কেউ আপনাদের পরিচয় করিয়ে দেয়নি? আপনারা কোনো রেস্টুরেন্টে ছিলেন?

সেরেনা : হ্যাঁ। এমনটা আসলে ঘটে না। তাই না?

প্রশ্ন : চলচ্চিত্রে অবশ্য ঘটে।

সেরেনা : ঠিক। আমি আসলে চলচ্চিত্রের মধ্যেই বসবাস করি। আমার মনের ভেতরে রূপকথা থাকে। আমার মনে হয়, এমনটাই ঘটার ছিল।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:০০পিএম/২৩/১/২০১৭ইং)