• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

ভারতে ভবন ধসে নিহত ১০


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০১৮, ৯:৫০ AM / ১২৯
ভারতে ভবন ধসে নিহত ১০

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে একটি পুরনো ভবন ধসে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে পাঁচজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপের নিচে দুই থেকে পাঁচজন আটকা আছে বলে মনে করা হচ্ছে।

শনিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জনাকীর্ণ সার্ভাতি বাসস্ট্যান্ডের কাছে ধসে পড়া ওই ভবনে উদ্ধার অভিযান চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি গ্রুপ সারারাত উদ্ধার অভিযান চালিয়েছে, যা এখনও অব্যাহত আছে।

ইন্দোরের কালেক্টর নিশান্ত বার্বাদে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও দুই থেকে পাঁচজন আটকা পড়ে আছে।

প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে বলেছেন, তিনি গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভবনটি অন্তত ৫০ বছরের পুরনো। এতে হোটেল ও লজ ছাড়াও লোকজন বাস করতো।

আহতদের ইন্দোরের এম ওয়াই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বেশিরভাগই হোটেলের স্টাফ ও অতিথি। চার তলা ভবনের তিন তলায় ছিল হোটেলটি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৪৫এএম/১/৪/২০১৮ইং)