• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

বড়ো হবার স্বপ্ন


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২০, ১১:১৯ AM / ৪২
বড়ো হবার স্বপ্ন

গোলাম কবির

___________________________________

ছোটবেলায় আমার খুব বড়ো হতে ইচ্ছে হতো, আকাশের মতো অনেক বড়ো,
পাহাড়ের মতো ঋজু এবং সংহত,
নদীর অবিরাম বয়ে চলা দেখে তার মতো ক্লান্তিহীন ঘুরে বেড়াতে ইচ্ছে হতো পৃথিবীর সর্বত্র, পাখির মতো ডানামেলে পাসপোর্ট ভিসার জটিলতা মুক্ত থেকে বাংলাদেশ থেকে উড়ে গিয়ে কখনো সাইবেরিয়া কখনো মরু সাহারায় এমনকি ঘন আফ্রিকার জঙ্গলেও যেতে ইচ্ছে হতো!

এখন ধীরে ধীরে বয়স যতো বাড়ছে,
মনে হচ্ছে আমি তো বড়ো হইনি,
কেবলই ছোট হচ্ছি, কেবলই ছোট হচ্ছি!
ছোট হচ্ছি ফুলের কাছে বৃন্ত থেকে ছিঁড়ে নিয়ে, ছোট হচ্ছি নদীর কাছে ওদের স্বাভাবিক গতি
রুদ্ধ করে বাঁধ দিয়ে, পাহাড়ের কাছে ছোট হচ্ছি ওর বুকে জন্মানো গাছপালা কেটে কুটে
এবং ওর বুক কেটে মাটি সরিয়ে,
আকাশের কাছে ছোট হচ্ছি পৃথিবীর বাতাসে
কল কারখানা ও যানবাহনের ধোঁয়া ছড়িয়ে, পাখিদের কাছে ছোট হচ্ছি ওদের নিরাপদ আবাসনের ব্যবস্থা না করতে পেরে,
মানুষের কাছে ছোট হচ্ছি নিজেদের ভিতরে লুকিয়ে থাকা পশুটাকে মারতে না পেরে,
নারীদের কাছে ছোট হচ্ছি তাদের
প্রকৃত মর্যদা দিতে না পেরে।

তবে আমরা কি আর কোনো দিনই
বড়ো হতে পারবো না,
বড়ো হবার স্বপ্ন কি তবে
স্বপ্নই থেকে যাবে চিরকাল!