• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

বৈশাখী বেচাকেনায় ধুম লেগেছে


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০১৭, ৪:০৬ PM / ৩৫
বৈশাখী বেচাকেনায় ধুম লেগেছে

ঢাকারনিউজ২৪.কম:

কয়েক দিন পরেই বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই বৈশাখকে নতুন রঙে রাঙিয়ে তুলতে কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছে বাঙালিরা। অভিজাত দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা।

রাজধানীতেও জমেছে বৈশাখীর কেনাকাটা। বিপণিবিতানগুলো সেজেছে নতুন রূপে। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো।

রাজধানীর আজিজ সুপার মার্কেট এবং গাউছিয়া সুপার মার্কেটে ঘুরে দেখা গেছে, বৈশাখী উৎসবের আনন্দঘন পরিবেশ।

আজিজ সুপার মার্কেটের পোশাক বিপণিবিতান নহলীর বিক্রেতা রাজু বলেন, এখন বিক্রি বেড়েছে, মোটামুটি ভালোই বেচাকেনা হচ্ছে। পছন্দ হলে কিনছেন ক্রেতারা।

অর্ণব পোশাক বিপণিবিতানের বিক্রেতা সাহেল আহমেদ ছোটন বলেন, ‘পাঞ্জাবী বেশি বিক্রি হচ্ছে নারী ক্রেতাও চোখে পড়ার মতো। এবারের পহেলা বৈশাখে ছেলেদের পাঞ্জাবি, পাজামা, শার্ট-টি শার্টও বিক্রি হচ্ছে।

গাউছিয়া সুপার মার্কেটে পোশাকের চেয়ে বৈশাখী অলংকার আর গহনার বিক্রি বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এখানে  মেয়েদের গলার চেইন, লকেট, নাকফুল, আংটি বিক্রি হচ্ছে।

এবার বৈশাখ উপলক্ষে প্রায় সব দোনাকেই রয়েছে মেয়েদের সিঙ্গেল পিস জামা, থ্রি-পিস জামা, টপস, বাহারি ওড়না, বিভিন্ন বৈশাখী ডিজাইনের শাড়িসহ অলংকার যা গ্রাম বাংলার ঐতিহ্য। আর ছেলেদের জন্য রয়েছে সাদা-লালসহ বিভিন্ন রঙ বে-রঙের পাঞ্জাবি আর ফতুয়া।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৪.০৫ পিএম/১২//২০১৭ইং)