• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

বেনাপোলে স্বর্ণের বারসহ আটক ২


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০১৮, ১০:২৭ PM / ৫৬
বেনাপোলে স্বর্ণের বারসহ আটক ২

 

ঢাকারনিউজ২৪.কম, বেনাপোল : ভারতে পাচারের সময় বেনাপোলে আটটি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

১৪ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোলের বালুণ্ডা গ্রামের আনিসুর রহমানের ছেলে রনি আক্তার বাবু (৩০) ও আমলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (২৮)।

খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরাম উল্লাহ সরকার জানান, ভারতে থেকে স্বর্ণ পাচার হয়ে বাংলাদেশে আসছে- এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে।(ইউএনবি)
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:২৮পিএম/১৪/১২/২০১৮ইং)