• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

বিশ্বকাপে আত্মবিশ্বাসী রুবেল


প্রকাশের সময় : মে ৫, ২০১৮, ৬:৪৫ PM / ২৯
বিশ্বকাপে আত্মবিশ্বাসী রুবেল

 

ঢাকারনিউজ২৪.কম ,ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সেই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান কী হবে সেটা এখনই বলাটা কঠিন। কিন্তু নিজেদের প্রস্তুতির সেরাটা নিয়েই সেখানে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় দলের সদস্যরা, সেটা নিশ্চিত। তবে অপরিচিত কন্ডিশন ভাবাচ্ছে সবাইকে। যদিও দলের ফাস্ট বোলার রুবেল হোসেন ইংল্যান্ডের ভেন্যুতে খানিকটা আত্মবিশ্বাস খুঁজছেন পুরনো সুখস্মৃতিকে মনে রেখে।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে রুবেল বলেন, ‘ইংল্যান্ডে আমাদের অনেক সফর আছে। আমি ইংল্যান্ডে অনেক ম্যাচ খেলেছি। সেখানে আমার দুয়েকটা ভালো স্মৃতিও আছে। আমি যদি সুস্থ থাকি আর বিশ্বকাপের মতো বড় একটা জায়গায় যদি আমাকে নির্বাচন করে অবশ্যই আমি চাইব ভালো খেলার। আমার ভালো যে স্মৃতিগুলো আছে সেগুলো তুলে আনার চেষ্টা করব। এখানে আমি ভালো খেলেছি। আমি চাইব ভালো খেলার সেই ব্যাপারগুলো তুলে আনার। ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’

পরিসংখ্যন বলছে, ২০১০ থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডের ভেন্যুতে ৬ ম্যাচ খেলেছেন রুবেল। বল হাতে উইকেটও নিয়েছেন ৬টি। ২০১০ সালে প্রথম সেখানকার ভেন্যুতে খেলা। এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ইংল্যান্ডের ভেন্যুতে সর্বোচ্চ উইকেটশিকারির দিক থেকে রুবেলের অবস্থান তিন নম্বরে। সবার ওপরে রয়েছেন বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৩ ম্যাচে তিনি নিয়েছেন ১০ উইকেট। এরপর দ্বিতীয় অবস্থানে সাবেক ফাস্ট বোলার তাপস বৈশ্য, নিয়েছেন ৫ ম্যাচে ৭ উইকেট। তারপরই রুবেলের অবস্থান।

মাশরাফি-রুবেল-তাপসদের এই তালিকাই বলে দিচ্ছে বিশ্বকাপে ইংলিশ কন্ডিশনে পেসাররাই বেশি সুবিধা পেতে যাচ্ছেন। কিন্তু বর্তমানে ব্যাটিংসহায়ক উইকেট কতটা সুবিধা দেবে তা নিয়ে শঙ্কা থাকছেই।

রুবেল বলেন, ‘শুধু ইংল্যান্ড নয়, সব জায়গাতেই এখন বড় রানের উইকেট হয়। আমরা দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সময় ভেবেছিলাম সেখানে পেসসহায়ক বাউন্সি উইকেট থাকবে। সেখানে কিন্তু আমরা দেখেছি, উইকেট সেখানে ফ্ল্যাট ছিল। সবাই চায়, রান হোক। জমজমাট খেলা হোক সবাই চায়। দর্শকরাও যেমন চায়, আইসিসিও চায়। বাংলাদেশে তো আমরা সবসময়ই খেলি। এখানেও ৩০০ রান হয়।’

রুবেল আরও বলেন, ‘দেশের বাইরেও তিনশ’ রান হয়, হবে। আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। ইংল্যান্ডে যে বাউন্স উইকেট থাকবে বা বোলারদের জন্য উইকেটে খুব সহায়তা থাকবে এমন হবে না। এখন আমাদের পেসারদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’

এবারের বিশ্বকাপে নতুন নিয়মে এগোবে। প্রতিবারের মতো গ্রুপ পর্ব এবার অনুষ্ঠিত হবে না। অংশ নেওয়া প্রত্যেক দলের সঙ্গেই খেলতে হবে সবাইকে।

(ঢাকারনিউজ২৪.কম/এসই/৬:৪৪পিএম/০৫/০৫/২০১৮ইং)