• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

বিলাপ


প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০১৯, ৮:১৫ AM / ৪৪
বিলাপ

আবু নাসির
___________________________
বিলাপ যার নিত্য সাথী
সে বিলাপ ছাড়া করবে কি
তার হাসির মাঝেও ঝরে বিলাপ
বিলাপের মাঝে সে সুখী।
বিলাপে সুখ না থাকলেও
দুর করে মনের জ্বালা
বিলাপ বনের পুস্প দিয়ে
গাঁথে সে সুরের মালা।
বিলাপ সুরে কষ্ট বেশী
বিলাপ ঝরায় অশ্রু জল
সুখে কেউ করে না বিলাপ
বিলাপ সুখের আরেক কৌশল।
মনের আগুন হাসি নিভায় না
নিভায় বিলাপ অশ্রুতে
বিলাপই করে সাহায্য
মনে সুখের ছোঁয়া পেতে।
তাই বিলাপ প্রেমে করি আলাপ
মনের সকল কষ্ট গুলি
বিলাপের সব সুর দিয়েই
মনের সকল জ্বালা ভুলি।