• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

বিরহ বসন্ত


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০১৮, ১২:০২ PM / ৩০
বিরহ বসন্ত

আবু নাসির
______________________________________
বুলবুল ডেকে ফুলকে বলছে
ধরায় এসেছে বসন্ত
ফোটরে এবার সুঘ্রান দিয়ে
জাগিয়ে দে সব ঘুমন্ত।
ধরিত্রী আজ সেজেছে দেখ
অপরূপ সাজ সজ্জায়
তাই দেখে আলোকিত চাঁদ
শরমে তার জ্যোৎস্না লুকায়।
ডালে ডালে নতুন পল্লব
দখিনা মলয়ে দুলছে ঐ
ফুল পাপিয়া গান রেখে আজ
লুকালো কেন দেখতো সই।
ফুলে ফুলে ঘুরছে অলি
শুনাচ্ছে শুধু প্রেমের গজল
বিরহী হৃদয়ে নাই শান্তি আজ
শ্রাবণ ধারায় ঝরছে বাদল।
চারি দিকে আজ আনন্দ ছোঁয়া
পাখী গাইছে শিমুল ডালে
আগুন লেগেছে পলাশ তমাল
কৃষ্ণাচুড়ার লাল ফুলে।
তবুও কোন এক বিরহী বধু
জ্বলছে আগুন মনে তার
প্রিয় নাই পাশে গেছে পরবাসে
মূল্যহীন তার রঙের বাহার।