• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিরহী তখন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১:০৭ PM / ১১৬
বিরহী তখন

 আব্দুল্লাহ আল মামুন রিটন

________________________________________________

যেখানে তোমার অস্তিত্ব নেই
সেখানে আমি আমাকে পাইনি
যাকে পেয়েছি সে অন্য কেউ
অন্য কোনো দিকভ্রান্ত পথিক মাত্র।

যেন সামুদ্রিক ঝিনুক খোলস ভেঙে
পড়ে আছে কতদূর শুষ্ক সীমান্তে।
অস্তিত্বে লেগে আছে পথের ক্লান্তি
দেহাবশেষে স্পষ্ট পথ ভুলের বলিরেখা।

আমি আয়ানাতে যাকে দেখতে উন্মুখ
সে আমি ছিলাম না, ছিল বিকৃত সুখ
অজান্তেই প্রতিচ্ছবিতে দেখি স্পষ্ট অসুখ
তবুও খুঁজেছি বার বার- আসলে আমি কে?

বহুদিন হলো মানুষের ভিড়ে
মানুষগুলোকে শকুন মনে হয়
সেখানে নিজের ছায়াটাই আশ্চর্য
আমার ছায়াতে স্পষ্ট ভালুক চিত্র।

মরুতে মরুদ্যান নয় জীবনের স্তরে
একটা ছোটখাট বাগান হলেই দুর্দান্ত
অথচ এখানে নদী আছে জল নেই
কঙ্কালের মতো মনে হয় প্রতিটি যুগল।

জীবন বিপন্ন যখন তোমাতেই আজ
তখন পৃথিবীটা অবাঞ্ছিত, তুচ্ছ মৃত্তিকা ।
নিশ্বাস যেন উষ্ণতার বিষাক্ত বাতাস
যন্ত্রণা তখন শুধুই এভাবে একা বেঁচে থাকা।

– এএম রিটন
সদর, নাটোর, বাংলাদেশ
01714412734