• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

বিজয়ের শপথ


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০১৮, ৯:০২ PM / ৪৫
বিজয়ের শপথ

আফলাতুন নাহার শিলু

___________________________________________

বিজয় মানে পঁচিশে মার্চের কাল রাতকে প্রতিহত করা
বিজয় মানে ছাব্বিশে মার্চে স্বাধীনতা নামক শব্দটিকে বাস্তবায়িত করা
বিজয় মানে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সম্মান অর্জন করা
বিজয় মানে অস্ত্র হাতে প্রশিক্ষণ নেয়া
বিজয় মানে লক্ষ হাজার নারীর সম্ভ্রম রক্ষার শপথ নেয়া
বিজয় মানে প্রতিপক্ষকে জীবন বাজি রেখে পরাজিত করা
বিজয় মানে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে ভবিষ্যত প্রজন্মকে পরিচয় দেয়া
বিজয় মানে কৃষক, শ্রমিক, মজুর সবার নেপথ্য মুক্তিযোদ্ধা হবার করুণ কাব্যগাঁথা রচনা করা
বিজয় মানে বীরাঙ্গনার মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীজ্ঞা করা
বিজয় মানে আমৃত্যু ‘জয় বাংলা’ বলার অধিকার প্রতিষ্ঠা করা।
বিজয় মানে স্বাধীনতা রক্ষার অনন্ত প্রয়াসকে উজ্জীবিত করা
বিজয় মানে গর্ভের সন্চারিত ভ্রুণের স্বদেশে ভূমিষ্ঠ হওয়ার প্রতীক্ষা ।
বিজয় মানে বাংলার আকাশে সবুজের বুকে লাল পতাকা উত্তোলনের অপেক্ষা।
বিজয় মানে বঙ্গবন্ধুর তর্জনীর মতো দীপ্ত শপথে বেঁচে থাকা।