• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় : এরশাদ


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০১৭, ৩:২১ PM / ৩৫
বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় : এরশাদ

 
ঢাকারনিউজ২৪.কম, রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপির বর্তমান অবস্থা খুবই করুন। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন দায় হয়ে পড়েছে। বিএনপি মাধা তুলে দাঁড়াতে পারবে না। মামলায় বেসামাল হয়ে পড়েছে তারা।’

রংপুর মহানগরীর দর্শনা এলাকায় সোমবার দুপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।এরশাদ বলেন, ‘বর্তমানে জাতীয় পার্টি অনেক সুসংগঠিত। সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে আমরাই ক্ষমতায় যাব।’

তিনি আরো বলেন, ‘অন্যায়ভাবে আমাকে মামলায় ফাসানো হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। আমার সময় এ দেশের মানুষ শান্তিতে ছিল। এখন দেশে গুম খুন হচ্ছে। বাংলাদেশের মানুষের শিক্ষা হওয়া উচিৎ ছিল। তারা এখন শিক্ষা পেয়েছে।’

এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সরকার নির্বাচন কমিশন আইন করলে বিএনপির মানা না মানা কোনো ব্যাপার না। আমাদের সমর্থন থাকলেই চলবে। বিএনপির অবস্থা ভালো না। আমি অপেক্ষায় আছি বিএনপি নেত্রী কারাগারে যাওয়ার।’

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আসিফ শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/অারএম/৩:১৫পিএম/৯০/১/২০১৭ইং)