• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

বাসু দা’র চলে যাওয়া


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০১৯, ১:১৮ AM / ৩৪
বাসু দা’র চলে যাওয়া

গোলাম কবির
________________________________
কেউ কেউ চলে যায় মানুষ হাঁপ ছেড়ে বাঁচে,
আবার কেউ কেউ চলে গেলে
সবাই তার বিরহে নীরবে অশ্রু ফেলে!
এই পৃথিবীতে সবাই আসে একদিন চলে যাবার জন্য হয়তো এটাই অমোঘ সত্য,
বিধাতার বিধান মেনে না নেয়ার উপায় যে নেই! বাসু দা, আপনিও চলে গেলেন আমাদের সবাইকে ফেলে! আপনি তো জানেনই
” চলছে এখন সুরের আকাল “,
তারপরও এতো তাড়াতাড়ি চলে গেলেন
মনে করতে কষ্ট হয় ভীষণ!
কে আর আছে বলুন ” তোমার প্রেমের দরগাহে আজ ফকির হয়ে ঘুরি ” গাইবে
কিংবা ” দূর্গতির নেই কো মাজহাব ” এর মতো গানে সুরারোপ করবে! কার সাথে অভিমানে আড়ি নিলেন এই সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যাবেন বলে! আপনার এই চলে যাওয়া
মেনে নিতে কষ্ট হচ্ছে ভীষণ, আমরা শোকার্ত!
(সদ্য প্রয়াত সুরকার বাসুদেব ঘোষ দাদাকে নিবেদিত কবিতা)