• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

বার কাউন্সিল : লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এমসিকিউ দিতে হবে না


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ৩:৪৯ PM / ৪২
বার কাউন্সিল : লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এমসিকিউ দিতে হবে না

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আইনজীবী তালিকা অন্তর্ভুক্তির জন্য ২০১৭ সালের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেননি এবার তাদের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে রোববার (১৫ সেপ্টেম্বর) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের গত ১২ সেপ্টেম্বরের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই সিদ্ধান্ত অনুসারে, যে সকল পরীক্ষার্থী ২০১৭ সালে এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন, তাদের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তারা শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় ৩৪ হাজার ২০০ জন অংশ নিয়েছিলেন। পরেরদিন এ পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হন।

পরে ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০১৮ সালের ৪ জুন দেয়া ফলাফলে লিখিত পরীক্ষায় ৮ হাজারের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হন। একই বছরের ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৩:৫০পিএম/১৫/৯/২০১৯ইং)