• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:০০ অপরাহ্ন

বাগেরহাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বরস্বতি পূজা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৯, ১:২৭ AM / ৪০
বাগেরহাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বরস্বতি পূজা অনুষ্ঠিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ফকিরহাট উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীরা বিদ্যা দেবি শ্রী শ্রী স্বরস্বতির পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। ভোর ৪টায় হতে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে এঅনুষ্ঠান পালন করেছে। সকালে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে দেবি স্বরস্বতির পূজা অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয়। শতাধিক শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা এতে অংশ গ্রহন করেন। পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরন করা হয়। এছাড়া বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেতাগা কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির, ফকিরহাট সদর কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির, মানসা কালি বাড়ী মন্দির, সাধুর সাধের বটতলা কালি মন্দির, বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়, কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় ও ফলতিতা শশাধর মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বাড়িতে পারিবারিক ভাবে শ্রী শ্রী স্বরস্বতির পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে শেখ হেলাল উদ্দীন ডিগ্র্রি কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এসময় কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা বিভাগের সেরা বিদ্যোৎসাহী ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, গভর্ণিং বডির সদস্য সৈয়দ মহম্মদ আলী, শিক্ষক প্রতিনিধি সেখ তারিকুল ইসলাম, উৎপল কুমার দাস, পলি দাশ, পূজা উদ্যাপন পর্ষদের আহŸায়ক পিযুষ কান্তি পাল, অপূর্ব লাল সাহা, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, বিকাশ রঞ্জন বিশ্বাস সহ কলেজের অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ও সুধীজন উপস্থিত ছিলেন। পূজা অন্তে অঞ্জলি প্রদান বিদ্যা দেবির কাছে প্রার্থনা জানানো হয়। সর্বশেষ বিদ্যার্থী এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:২৮এএম/১১/২/২০১৯ইং)