• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে কক্ষে ঝুলছে তালা


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৩, ১০:২৩ PM / ২৫০
বাগেরহাটের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে কক্ষে ঝুলছে তালা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে কক্ষে প্রায় দুই মাস ধরে তালা ঝুলছ। মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বদলি হওয়ায় এই অচলাবস্থা দেখা দিয়েছে।
দীর্ঘ দুই মাস ধরে রোগীরা হাসপাতালে প্রয়োজনীয় এক্সরে করাতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানালেন হাসপাতালে আসা রোগী খাদা গ্রামের মমতাজ বেগম ও খুঁড়িয়াখালী গ্রামের আঃ সোবহান হাওলাদারসহ অনেকে।
শরণখালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গাোপাল বিশ্বাস জানান, হাসপাতালের রেডিওগ্রাফার আল্লামা ইকবাল মোর্শেদ গত ২০ আগস্ট বদলি হয়ে যশোর বক্ষব্যাধি ক্লিনিকে যোগদান করেছেন। কিন্ত তিনি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে চলে যাওয়ায় এক্স-রে রুম তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য রেডিওগ্রাফার আল্লামা ইকবাল মোর্শেদের মুুঠোফানে বার বার কল করা হলও তিনি ফেন রিসিভ করেননি।