• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় বাউয়েট-এ ছাত্র-ছাত্রীদের মেধা বৃত্তি প্রদান


প্রকাশের সময় : জুন ১৬, ২০১৭, ৫:১৪ PM / ২৮
বাগাতিপাড়ায় বাউয়েট-এ ছাত্র-ছাত্রীদের মেধা বৃত্তি প্রদান

 

ঢাকারনিউজ২৪.কম, বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) স্কাইলাইট অডিটরিয়ামে ২০১৬ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকায় ১ম স্থান অধিকারী কৃতি ছাত্র-ছাত্রীদের মেধা বৃত্তি ও ২০১৭ সালের সামার সেমিস্টারে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের বেতন মওকুফ সনদ প্রদান করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা বৃত্তির সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লে: কর্ণেল (অব.), জি এম আজিজুর রহমান। প্রধান অতিথি বলেন, ‘ভবিষ্যতে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে আরও বেশি পরিমাণে মেধা বৃত্তি প্রদান করা হবে। তবে ছাত্র-ছাত্রীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে ভাল ফলাফল করতে হবে।’ ২০১৬ সালের ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন ছাত্র-ছাত্রীকে মেধা বৃত্তির চেক ও সনদ এবং ২০১৭ সালের সামার সেমিস্টারে অধ্যয়নরত ৬টি বিভাগের ৩৪ জন ছাত্র-ছাত্রীকে বেতন মওকুফের সনদ প্রদান করা হয়।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, রুয়েট এর ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম শেখ, ইইই অনুষদের ডিন ও আইসিই বিভাগের প্রধান প্রফেসর ড. রুবাইয়াত ইয়াসমিন এবং ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুল ইসলাম ও অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:১২পিএম/১৬/৬/২০১৭ইং)