• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু


প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০১৯, ৭:৩২ PM / ২৮
বাগাতিপাড়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহজাহান শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দয়ারামপুরের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান শেখ ওই গ্রামের সুরমান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শাহজাহান শেখ তার বাড়ির পাশে বোরো ধানের জমিতে ইঁদুর নিধন করতে বৈদ্যুতিক তার ফেলে ফাঁদ পেতে রেখেছিল। বৃহস্পতিবার রাতে ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে তা যাচাই করতে গিয়ে ওই ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এরপর স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার চৌধূরী বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৩২পিএম/২৬/৪/২০১৯ইং)