• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরেছেন আটকেপড়া ৭১ বাংলদেশি


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২০, ২:০৭ PM / ৯৭
বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরেছেন আটকেপড়া ৭১ বাংলদেশি

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরেছেন আটকেপড়া ৭১ বাংলদেশি।
বুধবার সকালে বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানযোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গত ৪ আগস্ট বৈরুতে বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশিসহ ১৭১ জন নিহত হন।

আহতদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ বাংলাদেশি রয়েছেন।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গত ৯ আগস্ট বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর একটি বিমান। ত্রাণ সহায়তা শেষে ফিরতি পথে ওই বিমানযোগে দেশে ফিরেছেন সেখানে অনেক দিন ধরে আটকেপড়া ৭১ বাংলাদেশি।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/২:০৬পিএম/১২/৮/২০২০ইং)