• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

বাংলাদেশিদের সৌদি শ্রমবাজার হাতছাড়া হওয়ার আশংকা!


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ৩:১২ PM / ১৪১
বাংলাদেশিদের সৌদি শ্রমবাজার হাতছাড়া হওয়ার আশংকা!

সবুজ আহমেদ : চাকরির ক্ষেত্রে সৌদিকরণ সৌদি সরকারের নতুন নীতিমালায় বাংলাদেশ হারাতে বসেছে সবচেয়ে বড় শ্রমবাজার। সৌদি সরকারের ঘোষণা মতে তার নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য, ২০১৭ সালে উচ্চমান সম্পন্ন কর্মগুলোতে সৌদীকরণ নীতিমালার ঘোষণা করে।

সে ঘোষণা অনুযায়ী গত ৩ বছরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১২ লাখেরও বেশি প্রবাসী দেশটি ত্যাগ করছে বলে জানা গেছে।

ইতিমধ্যেই দেশটি নানা কারণে শ্রমিকদের জন্য অসহনীয় হয়ে উঠছে, রুম, ট্রান্সপোর্ট, ফুড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ভ্যাট বসানো হয়েছে। এছাড়া ইকামা খরচ বেড়েছে কয়েকগুণ, অপরদিকে বেশ কয়েকটি বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকরা। জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে ফরেন মার্কেট গুলো ক্রেতা শুন্য, কিছু কিছু দোকানপাট ইতিমধ্যে বন্দ হয়ে গেছে।

একদিকে কর্মহীন বেকার অন্যদিকে ভ্যাট, ফি বৃদ্ধিতে ব্যাপক হারে ব্যায় বেড়েছে সে তুলনায় কমেছে আয়। এদিকে স্বাভাবিক মৃত্যুর সাথে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়েছে বহুগুণ। রোগ শোকে ভোগে মৃত্যুর পাশাপাশি, হত্যা, খুন একের পর এক সড়ক দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে প্রায়ই প্রাণহানি ঘটছে বাংলাদেশিদের। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরব থেকে ৪ হাজার ৩শ’ ৩ জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সৌদি সরকারের পরিসংখ্যান দপ্তর থেকে জানানো হয়েছে।

সৌদি প্রবাসীদের দাবি দ্রুত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ অবস্থার নিরসন চান আর অভিজ্ঞ অভিবাসন বিশ্লেষকদের মতে অচিরেই নতুন শ্রমবাজার সৃষ্টি করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান।

লেখক:সৌদি প্রবাসী সংবাদ কর্মী
sabujahamed1983@gmail.com
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৩:১৩পিএম/১৫/৯/২০১৯ইং)