• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

বন্ধু


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২০, ১০:৩৩ AM / ৩৯
বন্ধু

আবু নাসির

____________________________________________

আমি আমার মতোই নিজেকে কোন দিন
করি না কারো সাথে তুলনা
ভাণ্ডার আমার শূণ্যে ভরপুর
তাইতো নিজেকে একা রাখতে ভুলিনা।
এমনটাই হতে চেয়েছিলাম আমি
তুমি মোরে দিতে করোনি কার্পণ্য
কেন যে দু’চোখ শুধু পেতে চায়
ওর লোভের কোন সীমা নাই
এটাই প্রধান শত্রু আমার জঘন্য।
তবুও আমি থাকবো আমার মত
তুমি ছাড়া কারো কাছে হবো না নত
মানবো না হার এ জীবনে
চাইবো না বাড়তি কিছু এটাই আমার পণ
ধরবো না কোন লোভের হাত
মিশবো না তুমি ছাড়া কারো সনে।
এবার বলো তুমি আমায় যাবে না ছেড়ে
আমার ক্রান্তি কালীন সময়ে
করে নিকৃষ্ট ভিখারী
তাহলে আমার আপন নেই আর
তুমি বিনে এ জগতে হে মহান
মাঝ দরিয়ায় যেন না ডোবে আমার তরী।।