• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

বঙ্গপিতা


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০১৯, ১২:১৬ PM / ৬১
বঙ্গপিতা

বঙ্গপিতা
সালমান আবির
——————
বঙ্গদেশের ওহে বঙ্গপিতা,
তোমার হাতে রচিত বাংলার স্বাধীনতা।

টুঙ্গিপাড়া জন্মনিলে তুমি
হয়েছিলে বাংলার মধ্যমণি,
ওহে রাজনীতির মহা কবি
অগ্নিঝড়া তোমার বলিষ্ঠ কন্ঠধ্বনি

বঙ্গদেশের ওহে বঙ্গপিতা,
তোমার নেতৃত্বে রচিত বাংলাদেশ কবিতা।

বঙ্গদেশের জনক তুমি বঙ্গবন্ধু তুমি
ছিলে নির্যাতিত বাঙ্গালি জাতির প্রাণ,
স্বাধীনতা তুমি শেখ মুজিবের অবদান
তুমি বঙ্গদেশের শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান,
ক্ষমা করো তুমি নির্বোধ লোভী ওরা
দিতে চায়নি তোমার যোগ্য সম্মান।

বঙ্গদেশের ওহে বঙ্গপিতা,
তোমার গানে রচিত বাংলার স্বাধীনতা।

বঙ্গবন্ধু তুমি স্বাধীনতার প্রাণ,
বিশ্ববুকে প্রতিষ্ঠিত বাংলার সম্মান
ওহে নায়ক মহা নায়ক তুমি
স্বাধীন মানচিত্র রুপকারের মহান ছবি।
ওহে মহা নায়াক মহান নেতা,
তোমার নেতৃত্বে আজ বাংলার স্বাধীনতা।

বঙ্গদেশের ওহে বঙ্গপিতা
তোমাতে রচিত আমার স্বাধীনতা।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১২:১৬পিএম/১০/৮/২০১৯ইং)