• ঢাকা
  • রবিবার, ২৬ মে ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

বই মেলায় মোখলেসুর রহমান তোতার ছড়া ও নাট্যগ্রন্থ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০১৯, ১:১৬ PM / ৪২
বই মেলায় মোখলেসুর রহমান তোতার ছড়া ও নাট্যগ্রন্থ

ষ্টাফ রিপোর্টার : অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হলো মঞ্চ টিভি অভিনেতা, সাংবাদিক, উপস্থাপক, শিশু সাহিত্যিক মোখলেসুর রহমান তোতার দু’টি গ্রন্থ “বর্ণমালা মায়ের মতো হাসে,” ও “গল্পটা এমন নাও হতে পারতো”। প্রথমটি শিশুতোষ ছড়াগ্রন্থ আর দিতীয়টি নাট্যগ্রন্থ। ছড়াগ্রন্থ টি প্রকাশ করেছে সাহিত্য বিকাশ আর নাট্যগ্রন্থ টি প্রকাশ করেছে সংরক্ষণ প্রকাশন।ছড়াগ্রন্থের প্রচ্ছদ করেছেন সেলিনা আক্তার ও নাট্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন হাবীব সিদ্দিকী।

ছড়াগ্রন্থ টি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার সাহিত্য বিকাশের ৫০৮ ও ৫০৯ নম্বর ষ্টলে এবং নাট্যগ্রন্থ টি পাওয়া যাচ্ছে গ্রন্থপ্রকাশের ৫৫০ নম্বর ষ্টলে।

সাহিত্যের প্রতিটি শাখায় মোখলেসুর রহমান তোতার রয়েছে অবাধ বিচরন।বহুমুখী প্রতিভার অধিকারী মোখলেসুর রহমান তোতার প্রকাশিত ছড়াগ্রন্থ বর্ণমালার প্রতিচ্ছবি, সাধীনতা আমার কাছে,গল্পগ্রন্থ ভুতের সাহিত্য আড্ডা, উপন্যাস যে গল্পের শেষ নেই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে।

এবারের গ্রন্থমেলায় প্রকাশিত এ গ্রন্থ দু’টিও পাঠকের মনে দাগ কাটবে এমন প্রত্যাশা অভিনেতা, সাংবাদিক, শিশু সাহিত্যিক মোখলেসুর রহমান তোতার।
(ঢাকারনিউজ২৪.কম/ আরএম/১:১৭পিএম/৭/২/২০১৯ইং)