• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

‘ফেসবুক বন্ধের অনুরোধ করলে তারপর সিদ্ধান্ত’


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০১৮, ১১:০০ PM / ১২১
‘ফেসবুক বন্ধের অনুরোধ করলে তারপর সিদ্ধান্ত’

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ফেসবুক বন্ধ রাখার অনুরোধ করলে তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ কথা জানিয়েছেন।

মোস্তফা জব্বার বলেন, ফেসবুক বন্ধে পক্ষে-বিপক্ষে নানান মত আছে। এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না। আগে শিক্ষা মন্ত্রণালয় বন্ধের আবেদন করুক। আলোচনা করুক। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এরআগে দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন সময়ে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ফেসবুক বন্ধের বিষয়ে আইসিটি বিভাগ ও ডাক টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫৮পিএম/২৩/১/২০১৮ইং)