• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

ফতুল্লা পাইলট স্কুলে ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ন উৎসব


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ৮:০১ PM / ২১৩
ফতুল্লা পাইলট স্কুলে ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ন উৎসব

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) সকালে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও সহকারি শিক্ষকগণ উৎসবরত বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু জানতে চান।

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপর দু’টি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে মূল্যায়ণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে রয়েছে-সাইবার ঝুঁকি মোকাবেলা ও নাগরিক সেবা প্রাপ্তি। শিক্ষার্থীরা বিষয় দু’টি উপস্থাপনের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরে উৎসবকে প্রাণবন্ত করেছে।