• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

প্রেম শক্তি


প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২০, ৯:৩৪ AM / ৩৪
প্রেম শক্তি

আবু নাসির

______________________________________________

আমার মনের খাতায় প্রতি পাতায়
লিখে রেখেছি তোমার নাম
এতেই হলাম অপরাধী
ছাড়ালে তোমার প্রেমের ধাম।
তবুও আমি তোমার নাম
হৃদয় হতে মুছবো না
দুর থেকেই বাসবো ভালো
বিরহ ব্যাথায় কাঁদবো না।
প্রেমিক হয়েছি শক্তি পেয়েছি
প্রমের দহন সইবার
বিরহ আমার প্রেম অলংকার
পুড়ে হবো অঙ্গার।
নিশিথিনীর ঘুম ভাঙাবো
প্রেমের আলো জ্বেলে
প্রেমের আলোয় পথ দেখবো
আঁধার যাবো ভুলে।
যেথায় ইচ্ছা সেথায় আমি
করতে পারবো গমন
প্রেম আমায় জোগাবে শক্তি
করবো অচিন দেশে ভ্রমণ।