• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘কুক’ ধেয়ে আসছে


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০১৭, ৫:৩৭ PM / ২৮
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘কুক’ ধেয়ে আসছে

ঢাকারনিউজ২৪.কম:

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কুক’ ধেয়ে আসার কারণে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় দ্বীপের পূর্ব উপকূলের শহরবাসীদের প্রায় সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। এটিই এ প্রজন্মের সবচেয়ে ভয়াবহ ঝড় হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বিবিসি।
ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির ঝড়টি বিশাল জায়গাজুড়ে তটরেখা তৈরি করবে বলে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ তা উপকূলে আঁচড়ে পড়তে পারে। তীব্র বাতাসের সঙ্গে উঁচু ঢেউসহ ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগেও ঘূর্ণিঝড় ‘দেবি’র কারণে দেশটির অনেক জায়গায় তীব্র বন্যা দেখা দেয়। ফলে আসন্ন ঝড়টির কারণে বড় ধরনের সতর্কতা অবলম্বন করছে নিউজিল্যান্ডের সরকার। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলীয় দ্বীপগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয়দের যত দ্রুত সম্ভব অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৫.৩৭ পিএম/১৩//২০১৭ইং)