• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

প্রজাতন্ত্র নয় জনগণতান্ত্রিক জেহাদ


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ১:০৯ AM / ২০৩
প্রজাতন্ত্র নয় জনগণতান্ত্রিক জেহাদ

মহীতোষ গায়েন

_________________________________________

‘রাজা’ ও ‘প্রজা’ শব্দ দু’টি এখন অচল পয়সার মত,
প্রভূ-ভৃত্যের সম্পর্কের মতন প্রাগৈতিহাসিক,
বড্ড সেকেলে এই শব্দ দু’টি এবার বর্জিত হয়ে
‘সুশাসক’ ও ‘জনগণতন্ত্র’ শব্দের প্রচলন হোক।

আমাদের পূর্বপুরুষের আত্মারা অস্থির যন্ত্রণায় কাতর,
তারা বেশ বুঝতে পারছে বাহাদুর সমাজ একসময় কারসাজি করে স্বৈরশাসনের মোড়কে প্রজা শাসনের
রঙ্গমঞ্চে অস্থির দাপাদাপি করতো।

সাম‍্য,স্বাধীনতা ও গণতন্ত্রের জয়যাত্রা ঘোষিত
হোক সমূহ সমাজে,জনগণতন্ত্রে সাধারণ মানুষ
হয়ে ওঠুক প্রকৃত নিয়ন্ত্রক,বিশ্বপ্রেম ও মৈত্রীর অমোঘ বার্তা পৌঁছে যাক শহর ও গ্রামের হৃদয়ে অবলীলায়।

এবার সব রাজারা নিজস্ব আবর্ত থেকে
বেরিয়ে মিশে যাক জনদরবারে,অসহায়,নির্যাতিত,
বঞ্চিত মানুষের মিছিলে উঠুক রুটি রুজি আর শান্তির স্লোগান,আগুনে পরিশুদ্ধ হোক বর্বরতার সম্পর্ক।