• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

প্রকৃতি এখানে


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০১৮, ১০:৩৫ PM / ৪১
প্রকৃতি এখানে

শরীফ শেখ :  প্রকৃতি এখানে খুব কাছে এই যে কোন চরাচরে একটি ভবনে আছি শুয়ে বসে আলস্যে  এখানে আমার জানালার পাশ দিয়ে উড়ে যাওয়া বকের পকপক ডাক কিংবা ছোট ছোট নাম না জানা পাখিদের কিচির মিচির চিউচিউ আওয়াজ আমাকে উদাস করে তুলছে। এখানে এই প্রকৃতির সান্নিধ্যে এসে  বুঝেছি এয়ারকুলারের সত্যি নেই দরকার। মাগরিবের আজানের আওয়াজ ভেসে আসলো ইথার তরঙ্গ বেয়ে বেশ দূর থেকেই।  আশে পাশে তেমন বাড়িঘর নেই তাই কাছে কিনারে  নেই কোনো মসজিদ মন্দির বাতায়ন পথে ভেসে এলো কাশঝাড়ের ঈষদুষ্ণ সুরভি মেশানো বাও। রাত হয়ে এলো, জানালা বন্ধ করার নেই প্রয়োজন মশার প্রজনন নেই এখানে, তাই। শুনেছি সাধু পুরুষ অতীশ দীপঙ্কর জন্মেছিলেন এই দেশে। এখান থেকেই দিয়েছিলেন ডাক অহিংসা পরম ধর্ম। তিনি কি স্বপ্নেও ভেবেছিলেন একদিন তার অনুসারীরাই ডুবাবে তাকে বর্মা মুলুকে।