• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

পুবের দেশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০১৯, ১০:২২ PM / ৪৩
পুবের দেশ

শাহিনা রঞ্জু
——————————-
পাহাড়ি শহর জুড়ে সোনা সোনা রোদ
মায়াময় মুখ আছে
ভারি মিষ্টি সে মুখ
প্রাচীন আর নতুনের মিশেলে
সুন্দর সময়
আঙুলের ফাঁকে আছে সুর
তাল লয় সব ঠিক তাদের মতন
পাতায় নাচন লাগে মোদের মতন
দেহের নাচন আমি দেখেছি তাদের
সময়ের সাথে কথা হয় তালে তালে
মনে হবে খুব জোরে
এখনই ধাক্কা লেগে যাবে পাহাড়ের গায়ে
গাছের পাতারা সেথা হেসে হেসে কথা কয়
পরীর মত হালকা গড়ণ মেয়ে
পুবে বাস করে
মিহি স্বরে কথা কয়
মনে হয় এখনই পাখা মেলে
উড়ে যাবে দূরে বহুদূরে।
দালানের ভীড় আছে
তবুও গাছেরা করেনি অভিমান
শব্দেরা সাবধানে থাকে
আলোর স্বপ্নে তারা নাচে
এককালে ছিল তারা আমার মতন
বাড়িঘর বৃক্ষরাজি রান্নাঘর আছে
খড়ের গাদারাও রাশি রাশি সোনালী রঙের
পসরা সাজিয়ে বসে আছে
ফুল নেবে ফুল
বসন্তে এসো একবার
চেরি ফুলের বৃষ্টি দেখে যেও
শুকনো ডালেরা বলে যায় কানে কানে
আমার গায়ের রঙ দেখেছো কোনদিন
অনুনয় করে বলি
ফিরবার বসন্তে এসো একবার।