• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

পাহাড়ের দেশ ডাকছে আমায় …


প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০১৯, ১১:২০ AM / ৪০
পাহাড়ের দেশ ডাকছে আমায় …

আঁকা ও লেখাঃ মহুয়া বাবর

___________________________________

আকাশের নীচে পাহাড় ঘুমায় চোখ ফেরানো কি যায়
শীতের পাখি ঘুরে বেড়ায় দেশ বিদেশে নদী নালায়
আরো আছে গভীর জঙ্গল মাঝ বরাবর আটলান্টিক
ঋতু পরিবর্তনের সময় এসেছে প্রকৃতি ভীষণ নান্দনিক

পাহাড়ের দেশ ডাকছে আমায় হালকা মেঘের ভেলায়
দেখতে দেখতে মেঘগুলো উড়ে হঠাৎ অদৃশ্যমান
ভাবনাগুলো করছে আমায় নানান উচাটন
জয় করার ইচ্ছাতে মনটা তবু থাকে বিভোর
ভাবছি এবার প্রজাপতি হয়ে উড়বো বহুদুর

ক্যানভাস আর সাহিত্যাঙ্গন একমিলে যাই কুঞ্জবন
বাঁধভাঙ্গা মন হারিয়ে বেড়ায় জলছবিতে যখন তখন
সন্ধ্যার ধূপ ঘরের কোনে সুগন্ধিতে ভরপুর
কুড়িয়ে বেড়াই ক্ষণে ক্ষণে অবাক নিখুঁত প্রহর
আকাশটা মেঘলা এখন মেঘের কালো রূপ
মেঘটা সরে যাবে যখন দেখবো চাঁদের মুখ
তাতেই আমার সুখ।