• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

না.গঞ্জ কারাগারে ভাঙ্গারী ব্যবসায়ীর ১ লাখ টাকা নিয়ে চম্পট


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৪, ১১:৩১ PM / ৬০
না.গঞ্জ কারাগারে ভাঙ্গারী ব্যবসায়ীর ১ লাখ টাকা নিয়ে চম্পট

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের ভাঙ্গারী মালামালের ডেলিভারী ইনচার্জ পরিচয় দিয়ে আনোয়ার হোসেন নামের এক মহা প্রতারক মোঃ আশরাফুল ইসলামের নগদ একলক্ষ টাকা নিয়ে চম্পট মেরেছে। এ ঘটনা ঘটেছে বুধবার সকাল সাড়েদশটায়।

এব্যাপারে মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানাধীন শহরের জামতলা এলাকায় বসবাস করে ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম । সে রংপুর জেলার গংগাচড়া থানাধীন রামদেব গ্রামের মোঃ আনসার আলীর ছেলে । সে দীর্ঘদিন যাবৎ ভাঙ্গারী ব্যবসা করে আসছে। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা কারাগারের ভাঙ্গারী মালামালের ডেলিভারী ইনচার্জ পরিচয় দিয়ে আনোয়ার হোসেন নামের একলোক আশরাফুলের জামতলার বাসায় আসে । তারপর সে জেলাকারাগারের সরকারি ভাঙ্গারী মালামাল কেনার জন্য অনুরোধ করে। আশরাফুল ঐ লোকটির কথায় রাজি হয় এবং পরে তার কাগজপত্র দেয়। লোকটি আশরাফুলকে 01867558856 দিয়ে আশরাফুলের মোইলে ফোন দিয়ে বুধবার সকাল সাড়েদশটায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে ডেকে নেয়। পরে তার কাছ থেকে কারাগারের ভাঙ্গারী মালামালের ডেলিভারী ইনচার্জ পরিচয় দেয়া আনোয়ার হোসেন নগদ একলক্ষ টাকা নেয়। এরপর ডেলিভারী কাগজপত্র দিয়ে জেলা কারাগারে গেইটে যেতে বলে। আশরাফুল মাল ডেলিভারী আনার জন্য গেইটে গেলে তার কাগজপত্র শীল জাল এবং ভুয়া বলে জানায় দাযিত্বে থাকা কারারক্ষিরা। এরপর আশরাফুল ইসলাম ঐ প্রতারক আনোয়ার হোসেন কে ফোন দিলে তার ফোন বন্ধ পায়। এরপর সে ফতুল্লা মডেল থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে পুলিশ জানায়, সঠিক তদন্ত করে ঐ প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।