• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

না.গঞ্জে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে মাইকিং ও প্রচারপত্র বিলি


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২১, ৭:৪১ PM / ৪৫
না.গঞ্জে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে মাইকিং ও প্রচারপত্র বিলি

জাহাঙ্গীর হোসেন : “মা ইলিশ রক্ষা পেলে, বার মাস ইলিশ মেলে” এই প্রতিপাদ্য সামনে রেখে ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর-২০২১ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে সচেতনতামূলক সভা, মাইকিং ও প্রচারপত্র বিলি করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়।
গত ১ সপ্তাহ ধরে সদর উপজেলার বিভিন্ন মাছ বাজারে সভা, মাইকিং ও সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা।
সচেতনতামূলক প্রচারপত্রে জানানো হয়, এ ২২দিন নদী, নদীর মোহনা ও সাগরে ইলিশসহ সকল মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। মা ইলিশকে ২২দিন ডিম ছাড়ার সুযোগ ও ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করার আহবান জানানো হয়।
এ আইন অমান্যকারিকে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্তে দন্ডিত করা হবে।
ইলিশ সম্পদ রক্ষার স্বার্থে সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৪০পিএম/৩.১০.২০২১ইং)