• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

না.গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ক্রিকেট টুর্নামেন্ট : গোগনগর একাদশ চ্যাম্পিয়ন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৪, ১১:৫৯ PM / ৯৭
না.গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ক্রিকেট টুর্নামেন্ট : গোগনগর একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা : ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১৮নং ওয়ার্ডের সৈয়দপুর আল-আমিন নগর বীর মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবুল কালাম মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মোঃ আহম্মেদ কাউসার। এছাড়াও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- গোগনগর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শেখ মোঃ রফিক (মেম্বার)।

ফাইনালে বেলবন স্টার বনাম গোগনগর একাদশ অংশগ্রহণ করে। এতে বেলবন স্টারকে ৯ রানে হারিয়ে গোগনগর একাদশ দল চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ অর্জন করে। পরে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ শিরোপা অর্জন করেন মোঃ ইরফান।

আল-আমিন নগর জামে মসজিদের উপদেষ্টা মোঃ আব্দুর রশিদ সরদার’র সভাপতিত্বে এবং মোঃ হাসান প্রধান’র সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক শুক্কুর মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জনি, মোঃ কবীর হোসেন, মিন্নত আলী বিশাল, মোঃ মনির হোসেন, আব্দুল রাজ্জাক শিকদার, মোঃ কবির, সাগর সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।