• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ব্রাহ্মণগাঁয়ে ৩০তম কালীপূজা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৪, ১০:৩৮ PM / ১৮১
নারায়ণগঞ্জে ব্রাহ্মণগাঁয়ে ৩০তম কালীপূজা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : ব্রাহ্মণগাঁও সার্বজনীন শ্মশান পরিচালনা কমিটির উদ্যোগে ৩০তম বার্ষিক কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১০ জানুয়ারি সন্ধ্যায় এ কালীপূজা অনুষ্ঠিত হয়।

শ্রী রতন চন্দ্র দাসের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রণজিত মন্ডল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন চন্দ্র পাল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকাশ চন্দ্র সরকার।

প্রধান অতিথির বক্তব্যে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রণজিত মন্ডল বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সবাইকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মন্দির উন্নয়ন ও শান্তি কামনায় কাজ করতে হবে। শ্মশান হচ্ছে শেষ ঠিকানা। এখানে আমরা সবাই সমান। তিনি ভুমিদাতা অনন্ত চন্দ্র দাসের সুস্বাস্থ্য কামনা করেন। এ মন্দির প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অরুণ কুমার দেবনাথ, গোবিন্দ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা নকুল চন্দ্র বর্মন, রামধন দাস ও জীবন মন্ডল প্রমুখ।