• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে কোটি টাকার চাঁদাবাজীর মামলায় ছোট নজরুল গ্রেফতার


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০১৯, ৬:৫৩ PM / ৩১
নারায়ণগঞ্জে কোটি টাকার চাঁদাবাজীর মামলায় ছোট নজরুল গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : একটি চাঁদাবাজীর মামলায় গ্রেফতার হয়েছে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট নজরুল। নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। নারায়ণগঞ্জ জেলা ডিবির পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মডার্ণ গ্রুপ অব কোম্পানী নামে একটি কোম্পানীর ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী ২২ এপ্রিল রাত পৌনে ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি (নং-৬১) দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, তাদের ক্রয়কৃত জমি তাজ জুট মিলে কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, জহির ও তাদের সহযোগী খালেক ওরফে জামাই খালেক ১ কোটি টাকা চাঁদা দাবি করে। এতে আসামী করা হয় তার ভাই জহিরুল ইসলাম, সহযোগী আব্দুল খালেক ওরফে জামাই খালেক। নজরুলের ভাই জহির শিমরইল ট্টাক স্টান্ডে চাঁদাবাজীকালে ইতিপূর্বে র‌্যাব-১১ সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিল। নজরুল ইসলাম শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ের গাছ কেটে পাথর ও বালু ব্যবসা করে আসছিল বলে জানায় স্থানীয়রা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৫২পিএম/২৩/৪/২০১৯ইং)