• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

না’গঞ্জে জাতীয় পরিচয়পত্র বিতরন করলেন কাউন্সিলর সজল


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০১৯, ৫:২৮ PM / ৩০
না’গঞ্জে জাতীয় পরিচয়পত্র বিতরন করলেন কাউন্সিলর সজল

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডে বিনামূল্যে প্লাস্টিক জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি কার্ড) বিতরন করেছেন কাউন্সিলর মো. নাজমুল আলম সজল। শনিবার(২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলর অফিসে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

এসময় ১৬নং ওয়ার্ডের বঙ্গবন্ধু রোড(দ্বিতীয় অংশ) থেকে শুরু করে পুরাতন জিমখানা রোড পর্যন্ত মোট ১৩টি এলাকার ভোটারদের মাঝে এ জাতীয় পরিচয় পত্র(প্লাস্টিক) বিতরন করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০০৯, ২০১২, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের নিবন্ধিত ভোটারদের যাদের বয়স ১ জানুয়ারি ১৯৯৯ পর্যন্ত তাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। তবে যাদের বয়স ১ জানুয়ারি ১৯৯৯ এর পরে এবং যাদের ভোটার নিবন্ধন ২০১৭ সালে হয়েছে তাদের মাঝে আজ আনুষ্ঠানিকভাবে এ জাতীয় পরিচয় পত্র(প্লাস্টিক) বিতরণ করা হয়।

কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, আজ যারা জাতীয় পরিচয় পত্র নিতে পারেননি, তারা পরবর্তীতে যে কোনো সময় কাউন্সিলর অফিসে এসে তাদের স্ব স্ব পরিচয় পত্র বুঝে নিতে পারবেন। তবে মূল ব্যক্তি ছাড়া পরিচয়পত্র অন্য কেউ গ্রহণ করতে পারবে না।

জাতীয় পরিচয়পত্র বিতরণকালে সার্বিক সহযোগিতা করে ‘মানুষের জন্য আমরা’ নামে একটি সেচ্ছাসেবি সংগঠন।

 

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:২৮পিএম/২৭/৪/২০১৯ইং)