• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা : নিহত ১৫, আহত ৬৮


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০১৮, ৪:৪১ PM / ৪১
নাইজেরিয়ায় বোকো হারামের হামলা : নিহত ১৫, আহত ৬৮

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : নাইজেরিয়ায় সন্দেহভাজন বোকো হারামের হামলায় অন্তত ১৫ নিহত হয়েছেন। এ ছাড়া আহত ৬৮ জন। উত্তর-পূর্ব নাইজেরিয়ার মেইদগুরি শহরের বালে সুবারি এলাকায় রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির জরুরি বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এ খবর দিয়েছে।

নাইজেরিয়া সরকার যখন বলছে, বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সঙ্গে তাদের আলোচনা চলছে, তখন এ ধরনের হামলার ঘটনা ঘটল।

প্রসঙ্গত, নয় বছর আগে এই মেইদগুরি থেকে আত্মপ্রকাশ করে বোকো হারাম। এ পর্যন্ত বোকো হারামের হামলায় দেশটির প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি বলেছেন, বোকো হারাম পরাজিত হয়েছে। দেশটির নিরাপত্তাকে তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।

দেশটির জরুরি সেবা সংস্থার প্রধান বেল্লো দামবাত্তা রয়টার্সকে বলেছেন, হামলায়১৫ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে।

রয়টার্স বলছে, নাইজেরিয়া সরকার এটা স্পষ্ট করেনি যে, কোনো গ্রুপের সঙ্গে আলোচনা চলছে, আর কোনো গ্রুপ হামলা চালিয়েছে। কারণ ২০১৬ সালে বোকো হারাম দুই গ্রুপে ভাগ হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:৪০পিএম/২/৪/২০১৮ইং)