• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:০০ অপরাহ্ন

নক্ষত্র রাত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২০, ৮:০৯ PM / ১১১
নক্ষত্র রাত

সালমান আবির

___________________________________________

কুয়াশার সে যেনো তোমার নূপুরের দারুন ছন্দ!
রাত জাগা চাঁদ সে যে আজ আমার একমাত্র আপনার আপন,
টপ টপ চন্দে এ কি পরমও আনন্দে
মিষ্টি মধুর হাঁসি রক্তিম চন্দ্র উচ্ছ্বাস!

কোয়াশার সে শব্দ বারে বারে যেনো কানে বাজে মনে হয় এ জেনো-প্রিয়সীর কন্ঠস্বরের ধ্বনি,

নিশ্চুপ সে রাতে এ যেনো হাজার বছরের অতীতের একাকিত্ব মাখা রাত আর রাতের টিমটিম করে জ্বলতে থাকা জোনাকিরা,

রাত নেমে আসে গভীর নিশ্চুপ রাত-
ধোয়াটে কুয়াশা ঘেড়া পৃথিবীর বুকে ঘুমন্ত এ রাজ্যে।

নির্ঘুম চোখ আর মনে বাজে প্রিয়সীর পায়ের শিশির শব্দ
সবুজ ঘাসে লেগে থকা সে যেনো জ্বলন্ত্রত নক্ষত্র।