• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

দেয়াল


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০১৮, ৮:১৪ PM / ৩৮
দেয়াল

মানিক মোহাম্মদ রাজ্জাক

_________________________________________

দেয়াল ভাঙার দলে একদিন আমিও ছিলাম
আমিও ছিলাম মুখরিত সেই মিছিলে মশাল
সাক্ষী চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী বৃক্ষলতা বটবৃক্ষ
আমিও ছিলাম অই পাখিডাকা ভোরে স্বপ্নবান

অপহৃতা ফসলের আর্তনাদে আমিও সেদিন
কাস্তের আগর দিয়ে চারিদিকে ছড়িয়েছি ঘ্রাণ
আমিও সেদিন দূর সীমান্তের আহ্লাদি আহ্বানে
থেমে থাকা এই প্রাণে তুলেছি তুমুল জাগরণ

ছায়াজলে স্নান শেষে মায়াবি পৃথিবী খুঁজে নিতে
তর্জনিতে তুলেছি শাবল বিহ্বল পথের পাশে
অনায়াসে রোপন করেছি রাঙা ফাগুনের প্রাণ
আমিও সেদিন গানে গানে খুঁজেছি যে কলতান

সে দেয়াল ভাঙে নাই শেষে তারি ছায়াতলে বসে
আজো আমি লিখি সেই দেয়াল ভাঙার ভগ্নলিপি।