• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

দিলীপ গুহঠাকুরতা’র তিনটি ছড়া


প্রকাশের সময় : জুন ৩০, ২০১৮, ১২:২৩ PM / ৩০
দিলীপ গুহঠাকুরতা’র তিনটি ছড়া

ছন্দে ছন্দে দ্বিত্ব শব্দ – ১

_____________________________________

ভোরের সূর্যের আলো গিনি সোনা চক চক,
মেঘহীন আকাশে চারিদিক ফক ফক,
ও পাড়ার বাড়িগুলো ঝকঝক তকতক,
হিম বায়ু বয়ে যায়, হাঁটু কাঁপে ঠক ঠক,
বুড়ো দাদু ঠাণ্ডায় কাশে শুধু খক খক,
নন্দীর ছেলেটা করে যায় বক বক,
খিরকির দরোজায় টোকা পড়ে টক টক,
বিষধর নাগিনীর জিভ্‌ করে লক লক,
অজানা শঙ্কায় বুক করে ধক ধক,
ছোট কাকা ক্ষণে ক্ষণে জল খায় ঢক ঢক ।

ছন্দে ছন্দে দ্বিত্ব শব্দ – ২

_________________________________

পদ্মার দুই পারে বালু করে চিকচিক,
দ্রুতবেগে চলে যায় রেলগাড়ি ঝিকঝিক,
দোলনায় দোল খেয়ে শিশু হাসে ফিকফিক,
দেয়ালের ঘড়িটা বেজে চলে টিকটিক,
আলো পেয়ে বনলতা বেড়ে ওঠে লিকলিক,
পিছলে পড়ে গেলে লোকে হাসে খিকখিক।

ছন্দে ছন্দে দ্বিত্ব শব্দ – ৩

________________________________

বিমানে অনেকের কান করে কটকট,
নিজ চোখে দেখা হলে বলা যায় পটপট,
মোকাসিন জুতো পরে বাবু হাটে গটগট,
চৈত্রের ঝড় এসে গাছ ভাঙে মটমট,
পেটে নাই বিদ্যা করে শুধু ফটফট,
তাঁতিপাড়ায় শোনা যায় মাকুরের খটখট ।