• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

ত্যাগ ও মহিমার ঈদ-উল আযহা


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০১৯, ১০:২০ PM / ৩৩
ত্যাগ ও মহিমার ঈদ-উল আযহা

সৈয়দ রিফাত আল রহমান
_________________________________________
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি,
ঈদ মানে আনন্দের খুশির উৎসবের জোয়ার,
ঈদ মানে সকল মানুষের ঐক্যের মিলনের বন্ধন।
বছর খানিক পর আসলো ফিরে ঈদ-উল আযহা
হৈ-হুলোর করে চার দিকে ঘরে ঘরে বইছে খুশির জোয়ার,
বছর খানিক পর এলো খুশির ঈদ-উল আযহা।
ধনী-গরীব সবার মাঝে হিংসা বিদ্বেষ ভুলে,
সকলে আনন্দ আর আল্লাহ্ তা’য়ালা সন্তুষ্টির অর্জনে
ত্যাগের মহিমায় বিলিয়ে দেওয়া হবে পশু কোরবানী।
ঈদের দিন রাগ অনুরাগ যতই থাকুক, হৃদয় যত পাষান!
ভাইয়ের সাথে ভাই হৃদয়ের বন্ধনে মিলবে বুকে,
সকল কষ্ট রাগ ভুলে সব অভিমান মুছে যাবে সবে।
দ্বীন-দু:খীনির মুখে আজ ফুটছে সুখের হাসি,
তাইতো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি।
ঈদের দিনে এক কাতারে পড়বে নামাজ,
নামাজ শেষে কোলাকোলি করবে সবার সনে।
ঈদ বড়ই খুশির দিন, পবিত্র উৎসবের জোয়ার,
ঈদে সকল গরীব-দুস্থ্য ও ধনী-বাদশা,
ঈদের উৎসবে ঐক্যের বন্ধনে মাতবে সনে।