• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

তাহিরপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানেন না বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞাপন


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০১৮, ৬:২০ PM / ৩৬
তাহিরপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানেন না বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : জেলা বা উপজেলা ভিত্তিক যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হলে নিয়ম মাফিক জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানের প্রধান জানান কথা। কিন্তু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে ও পত্রিকায় বিজ্ঞাপন ছাপানোর বিষয়ে জানেন না তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষকা কর্মকর্তা মোহাম্মদ মিজান। তিনি জানতে পারেন ঐ বিদ্যালয়ের এক পিয়নের কাছ থেকে বিজ্ঞাপন দেবার পর ৩-৪দিরপর তার অফিসে আসলে বিদ্যালয়ের বিষয়ে জিজ্ঞাসা করার পর সে জানায়। অথছ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানানোর কোন সাধারন সম্মানটুকুও দেখান নি মাধ্যমিক শিক্ষক কর্মকর্তাকে। এমন লুকোচুরির পিছনে কি এমন রহস্য রয়েছে। অথছ উপজেলা মাধ্যমিক শিক্ষকা কর্মকর্তা মোহাম্মদ মিজান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাহিমা আক্তার ও ম্যানিজিং কমিটির সভাপতিকে বলেছিলেন সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বিষয়ে নানান জামেলা থাকায় অফিসে এসে আলোচনা করে পরে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য। কিন্তু বিদ্যালয়ের সংশ্লিষ্টরা তার কথা শুনেন নি। এই কথা স্বীকার করেছেন তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। কিন্তু প্রধান শিক্ষিকা ফাহিমা আক্তার ও ম্যানিজিং কমিটির সভাপতি হাইকোর্টের নির্দেশ না মেনে শিক্ষক নিয়োগ দিতে তারা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে না জানিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে গোপনে আতাত করে মহামান্য হাইকোটের নির্দেশ অমান্য করে প্রভাব খাটিয়ে শিক্ষক নিয়োগ দিয়ে অবৈধ অর্থের বান্যিজ্য করার জন্য লিপ্ত রয়েছেন। এখনও সেই রখম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অতি গোপনে স্থানীয় একাধিক সূত্রে জানাযায়। নিয়োগ বিজ্ঞাপ্তি বাতিল করার দাবী জানিয়েছে স্থানীয় সচেতেন এলাকাবাসী। এই বিষয়ে বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাহমিদা আক্তার কোন মন্তব্য করতে রাজি হন নি। বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান,আমায় আবারও বিদ্যালয়ে কেন নিতে চায় না জানি না। বিদ্যালয়ে আবারও যোগদান করলে তাদের কি ক্ষতি বুজতে পারছি না। তাদের কাছে হাইকোর্টের নিদের্শনা পত্রও নিয়ে গিয়েছিলাম তারপরও ফিরিয়ে দিয়েছে। ন্যায় সংজ্ঞত ভাবেই আমি সব আইন নি লড়াই করব। আমি প্রশাসনিক সকল প্রর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি ও লিখিত ভাবে জানিয়েছি। তারপরও কোন সমাধান এখনও পর্যন্ত হচ্ছে না। বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যলয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আবুল খায়ের বলেন,ভাই কোন তথ্য নিতে চাইলে স্কুলে এসে নিবেন ফোনে কথা বলতে পারব না। জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশেই নিয়োগ বিজ্ঞাপন দিয়েছি। এই বিষয়ে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,আমি বিদ্যলয়ের অন্যান্য বিষয়ের শিক্ষক সংকট নিয়ে কথা বলেছিলাম। এই বিষয়ে কোন কথা হয় নি। সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছেন কি না তা খোজঁ নিয়ে দেখব।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:০২পিএম/৩০/৭/২০১৮ইং)