• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

ডাক হরকরা – আবু নাসির


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৯:৩৯ PM / ১০৪
ডাক হরকরা – আবু নাসির

__________________________________________________

জীবন আমার ডাক হরকরার মতো
রাত দিন দৌঁড়ে চলা আমার জীবন ব্রত।
কতো যে মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে চলি
মোর দায়িত্ব নেয়ার নাই কেউ কারে দুঃখ বলি!
একা একা চলছি আমি সঙ্গী সাথী ছাড়া
আমায় নিয়ে ভাবার মানুষ নাই হে ধরা।
তবু আমার চলতে হয় গতির নাই বিরতি
এই ছুটে চলা হলো আমার সকল নিয়ম নীতি।
এক ধারাতে বইছে জীবন চলার একটি পথ
যার জিনিস তা পৌঁছে দেয়া মোর জীবনের শপথ।
নিজের সুখের কথা ভাবার নেই তো অবসর
পথ আমার ঘর বাড়ী জীবন শুধু দৌঁড়াবার।