• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতিকে পেটালো প্রধান শিক্ষক, সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০১৮, ৯:২৬ PM / ৩৫
ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতিকে পেটালো প্রধান শিক্ষক, সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর এসকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে  এমন অভিযোগ করেন   বিদ্যালয়ের সভাপতি আব্দুস শহীদ বাবু। সভাপতি   আব্দুস শহীদ বাবু লিখিত  বক্তব্য পাঠকালে অভিযোগ   করে বলেন, গত   ৪জানুয়ারি ঠাকুরগাঁও সদর   উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এসকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ   করি। দায়িত্ব গ্রহণ করার পর বিদ্যালয়ের খাতাপত্রে   আয়-ব্যয়ের  হিসাবে প্রায় ৩০লক্ষ টাকার দুর্নীতি দেখা যায়। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়েরও করা হয়েছে। তিনি   বলেন, বিদ্যালয়ের সাবেক   সভাপতি   জালাল উদ্দীন ও ভারপ্রাপ্ত   প্রধান  শিক্ষক আখতার   হোসেনসহ বেশ কয়েকজন মিলে বিদ্যালয়ের প্রায় ৩০লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আর   বিদ্যালয়ের প্রধান শিক্ষক গজেন্দ্র নাথ রায় মানসিক ভারসাম্যহীন। এজন্য তিনি বিদ্যালয় থেকে ছুটি নিয়ে চিকিৎসা   নিচ্ছেন।আব্দুস শহীদ বাবু বলেন,গত ২২ জুলাই সকালে আমি বিদ্যালয় পরিদর্শনে যাই।এসময় অফিস কক্ষে প্রবেশ করা মাত্রই প্রধান শিক্ষক গজেন্দ্র নাথ রায় ও তাঁর ছেলে নিশা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে তাঁরা আমাকে মারপিট করে   এবং হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে।আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাই। তিনি আরও জানান, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জালাল উদ্দীন এর ভাই মো: গোলাম  মোস্তফাকে সেসময় অবৈধ পন্থায় বিদ্যালয়ের গ্রন্থাগারিক পদে নিয়োগ দেওয়া হয়।     পরবর্তীতে তার সার্টিফিকেট যাচাইকালে দেখা যায় তিনি যে সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার পরের বছর ডিগ্রী পাশ করেছেন। এসব বিষয়ে তাকে জবাব দিতে বলা হলে তিনিও আত্মসাৎ কারীদের পক্ষ অবলম্বন করে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রে লিপ্ত হয়েছেন। এহেন পরিস্থিতিতে তার উপর হামলার তীব্র নিন্দাসহ সংঘঠিত সকল অপরাধের সুষ্ঠ বিচার এর দাবী জানান তিনি। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রেসক্লাবে সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ জেলার বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:২৫পিএম/২৪/৭/২০১৮ইং)